ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তরের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আজ (২ মে) সকালে উত্তরা আবাসিক এলাকা সরেজমিন পরিদর্শন করেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল ৮টায় শুরু হওয়া এই পরিদর্শন অভিযানে উত্তরার বিভিন্ন সেক্টর—বিশেষ করে সেক্টর ৩, ১০ এবং ১২ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান প্লটগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন এবং কোনো প্লট অবৈধভাবে দখলকৃত পাওয়া গেলে তা দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। তিনি পার্ক ও লেক পরিদর্শনকালে দর্শনার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন এবং পার্কে বসার জায়গাগুলোর ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দেন সংশ্লিষ্টদের।
এছাড়া নির্মাণাধীন ভবনগুলোর কাজ রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না, তা ঘুরে দেখে যাচাই করেন তিনি। এ সময় বেশ কিছু নির্মাণস্থলে রাস্তা, ফুটপাত এবং ওয়াকওয়ে দখল করে নির্মাণ সামগ্রী রাখায় অসন্তোষ প্রকাশ করেন এবং এসব সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে চেয়ারম্যান ‘জুলাই ২০২৪ আন্দোলন’-এ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নির্মিত মুগ্ধ মঞ্চ পরিদর্শন করেন এবং এই স্মৃতি-স্মারকটিকে আরও সুন্দর ও অর্থবহ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ রাজউক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন এবং নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন বলে আশ্বাস দেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর