সর্বশেষ
রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ আগামীকাল
মাহিয়া মাহির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ৬ ভুল তথ্য
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ
আ.লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না
আ. লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করা নারীদের স্বীকৃতি দিতে হবে: উপদেষ্টা
রাখাইনে শতশত বস্তা ইউরিয়া সার পাচার করছিল চক্রটি
এয়ার অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হলে বাংলাদেশ বিমানেই ফিরবেন বেগম খালেদা জিয়া
স্বামীকে রেখে দেবরের সঙ্গে পালালেন স্ত্রী, অতঃপর…
বৃষ্টির মধ্যেই তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বিশাল নিয়োগ, পদ ৬০৮
এশিয়া আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জেনে নিন কখন কার সঙ্গে খেলা

জিম্বাবুয়ের সঙ্গে ড্রয়ের পর এবার আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয়টি জিতে করেছে ড্র। হতাশাজনক এই সিরিজের পর শান্তদের পরের অ্যাসাইনমেন্ট হওয়ার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে টাইগাররা।

আজ শুক্রবার ( মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ১৯ মে। এই সিরিজ শেষেই বাংলাদেশ দল পাকিস্তানে পাড়ি জমাবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে।

শেষ তিন বছরে আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি২০ সিরিজ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরেও দুবাইতে দুই ম্যাচের একটি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল।

আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান অপারেটিং কর্মকর্তা সুভান আহমদ বলেন, আমরা বাংলাদেশ পুরুষ দলকে আবারও স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। আমিরাত ক্রিকেট বোর্ড সবসময় আমাদের জাতীয় দলের জন্য মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ তৈরি করতে চায়।

তিনি আরও বলেন, গত তিন বছরে আমরা আইসিসির পূর্ণ সদস্য নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে আমিরাতে আতিথেয়তা দিয়েছি। বাংলাদেশের এই সফর হচ্ছে তাদের দ্বিতীয় দ্বিপাক্ষিক সফর আমাদের দেশে। এই সিরিজ আমাদের জন্য এশিয়া কাপের প্রস্তুতির একটি আদর্শ মঞ্চ হবে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞ, যারা এই উদ্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা আনন্দিত যে বাংলাদেশ দল আবারও আমিরাতে খেলতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার এই সুযোগকে আমরা মূল্য দেই এবং আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই সিরিজ আয়োজনের জন্য।

তিনি আরও বলেন, এই ম্যাচগুলো আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে, যার মধ্যে রয়েছে আসন্ন এশিয়া কাপও। আমরা আশা করি এই সিরিজ বাংলাদেশ আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ক্রিকেটপ্রেমীদের জন্য মানসম্পন্ন বিনোদনের ব্যবস্থা করবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ