ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনবল নিয়োগে পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি পদে মোট ৬৩ জনকে নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নম্বর ৪৬.১০.০০০০.০০৫.১১.০১৮.২৩-৮০০, তারিখ ১১–০৯–২০২৩) অনুযায়ী যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
পদের বিবরণ
১. সহকারী প্রকৌশলী (পূর্ত)
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
আবেদনের যোগত্যা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
আবেদনের শিক্ষাগত যোগত্যা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. উপকর কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
৫. কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি।
৬. ভেটেরিনারি কর্মকর্তা
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
৭. উপসহকারী প্রকৌশলী (পূর্ত)
পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা।
৮. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৮টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা।
৯. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ০৩টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউ বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
আবেদন ফরম পূরণে কিছু শর্ত
২৫–৫–২০২৫ তারিখে সব প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। মূল অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫–০৫–২০২৫, বিকেল ৫টা। এ সময়সীমার মধ্যে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।
পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
* নিয়োগ পরীক্ষাসংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
* কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
* লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
* আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য টেলিটকের মাধ্যমে ২২৩ টাকা জমা দিতে হবে প্রার্থীকে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।