অবিশ্বাস্য হলেও সত্যি, স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলের ফোন এখন পাওয়া যাচ্ছে অর্ধেক দামে। ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন ডটকমে এই অফার চালু রয়েছে।
২০২৪ সালে বাজারে আসা এই ফোনটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৫৭ হাজার ৯৯৯ রুপিতে। এর আসল মূল্য ছিল প্রায় ১ লাখ টাকা। অর্থাৎ, প্রায় অর্ধেক দামেই ফোনটি অর্ডার করা যাচ্ছে।
মডেলটি কিছুটা পুরনো হলেও এতে রয়েছে এক্সিনোস ২৪০০ চিপসেটসহ আধুনিক সব ফিচার। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে রয়েছে ১০ ও ১২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি রয়েছে ৪৯০০ এমএএইচ, যা ৪৫ ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস পাওয়া যাবে শুধুমাত্র কালো রঙে। দুর্দান্ত ডিজাইন এবং শক্তিশালী ফিচারসহ এই ফোন এখনকার দামে একটি আকর্ষণীয় অফার হয়ে উঠেছে।