চলতি বছরের শেষদিকে প্রীতি ম্যাচের সিরিজ খেলতে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে চারটি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে তারা জানিয়েছে, চলতি বছরের শেষদিকে প্রীতি ম্যাচের সিরিজ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরে তারা এশিয়া সফরে খেলবে মহাদেশটির কোনো প্রতিপক্ষের সঙ্গে। চীনে খেলবে দুটি ম্যাচ। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। এরপর আর্জেন্টিনা দল যাবে ২০২২ সালে বিশ্বকাপ জেতা ভূমি কাতারে। যদিও সেখানকার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এখনও বাছাইপর্বের পাঁচটি ম্যাচ বাকি। লিওনেল স্কালোনির দলটি আগে থেকেই জুনে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে বলে চূড়ান্ত ছিল। এবার নতুন করে তারা আরও চারটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। যে লক্ষ্যে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকান অঞ্চলে সফর করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এদিকে, আগামী জুন ও সেপ্টেম্বরে দুটি করে মোট ৪টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে আর পুরো বছরের সূচিতে খেলা ছিল না লিওনেল স্কালোনির শিষ্যদের। তাই ওই সময়টা একদমই যাতে ফাঁকা না থাকে, সেলক্ষ্যে এএফএ প্রীতি ম্যাচের আয়োজনে মনোযোগ দিচ্ছে। ৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, ১০ জুন তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
এছাড়া ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলা এবং ১৫ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে মেসি-মার্টিনেজরা।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর