জুলাই আন্দোলনের আহত ও শহীদের পরিবারকে সহায়তা করার জন্য বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতিকে (পুনাক) আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ শুক্রবার (২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাকের বার্ষিক সমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এসয় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করার আহ্বান জানান পুনাককে।
উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে যেসব নারীরা কাজ করছেন তারা স্বীকৃতি পাচ্ছে না। তাই তাদের স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি। মানুষের পুষ্টি ও জীবিকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।