ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে কাশ্মীরের পাকিস্তান-নিয়ন্ত্রিত অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুতের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (২ মে) পাকিস্তান-শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক জানান, সীমান্তসংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১০০ কোটি রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে।
সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনার পর নিয়ন্ত্রণরেখায় টানা অষ্টম রাতের মতো গোলাগুলি চলেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে দুই দেশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন, অন্যদিকে পাকিস্তান বলছে তারা ভারতীয় হামলার পরিকল্পনার বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
চলমান উত্তেজনার জেরে বৃহস্পতিবার পাকিস্তান-শাসিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর