বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মানিক, সমিতির নির্বাচন কমিশন সদস্য সচিব মো. সামসুদ্দিন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুজ্জামান গগনসহ সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।
আলোচনা সভায় বক্তব্যে প্রধান অতিথি, শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের অগ্রগন্য ভুমিকা পালনের আহ্বান জানান। নেতৃবৃন্দের বক্তব্যে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে শিক্ষকগণের আর্থ-সামাজিক মানোন্নয়নসহ প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানান।