সর্বশেষ
পামওয়েল কারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দগ্ধ চার
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন আকর্ষণীয়
ধরা পড়লো বিশাল আকৃতির কাতল, অর্ধ লাখে বিক্রি
ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্রগঠনের কাজ এখন শুরু: আলী রীয়াজ
আ. লীগে যোগ দেওয়ার আগেই সাকিবকে যে বার্তা দেন মেজর হাফিজ
নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!
হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
‘নারী সংস্কার কমিশন বাতিলের দাবি গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী’
আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের
শহিদ জিয়ার শাহাদাত মাস স্মরণে বিএনপির কর্মসূচী
রূপচর্চায় ক্যাস্টর অয়েলের জাদুকরী ব্যবহার
পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনে এশিয়া কাপ হবে তো?
পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান
নিরাপত্তার মামলায় হেরে আবেগঘন বার্তা প্রিন্স হ্যারির
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করলো অ্যাপল, কেন

২৩ ফুট লম্বা আঁচলের শাড়ির জন্য ৬ ঘন্টা প্রক্ষালন কক্ষে যেতে পারেন নি আলিয়া

বিনোদন ডেস্ক

৩০৩৪-এর মেট গালায় বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের চোখ জুড়ানো ২৩ ফিট লম্বা আঁচলের শাড়ির লুকের পেছনে রয়েছে এক অন্যরকম ‘আত্মত্যাগের’ গল্প। আর তা জানালেন তিনি নিজেই।

নিজের ব্যাপারে বেশ অকপটেই সব শেয়ার করেন বলিউড তারকা আলিয়া ভাট সবসময়। আর কপিল শর্মার কমেডি শোয়ে গেলে তো কথার পিঠে মজার সব কথা উঠে আসবে, সেটাই স্বাভাবিক। জানা গেল, ২০২৪-এর মেট গালায় আলিয়া ভাটের ২৩ ফিট লম্বা আঁচলের শাড়ির লুকের পেছনে রয়েছে এক অন্যরকম ‘আত্মত্যাগের’ গল্প। অভিনেত্রী নিজেই বললেন, নিখুঁতভাবে সেট করা এই শাড়ির লুক যাতে নষ্ট না হয় সেজন্য টানা ৬ ঘন্টা ‘প্রক্ষালন কক্ষে’ যান নি তিনি। ‘প্রক্ষালন কক্ষ’ মানে ইংরেজিতে যাকে ‘ওয়াশরুম’ বলি আর কি আমরা।

বেশ ব্যক্তিগত এই তথ্য গণমাধ্যমের সামনে আনায় কৌতুক ও মিমস শুরু হলেও আসলে কিন্তু বিষয়টি বেশ কষ্টদায়ক। আর তারকাদেরকে প্রায়ই এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় পারফেক্ট লুকে সকলের সামনে আসতে। তারকা জীবনের বিড়ম্বনা তো এগুলো অবশ্যই। কিন্তু নিজের প্রতিটি ক্যামেরা উপস্থিতি, কাজ আর লুকের বিষয়ে আলিয়া যে কতখানি সিরিয়াস, সেটাও বোঝা গেল এই তথ্য জানার মাধ্যমে। চলুন ফিরে দেখি আলিয়া ভাটের সেই চোখ জুড়ানো মেট গালা লুকটি।

গত বছর মেট গালায় ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস নাইট আউটের জন্য আলিয়া ভাট বেছে নিয়েছিলেন তাঁর অন্যতম প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক। আর সেই ডিজাইনার আর কেউ নন- সব্যসাচী মুখার্জী। সব্যসাচী আলিয়ার জন্য ডিজাইন করেছিলেন একটি অসাধারণ সুন্দর প্যাস্টেল শেডের খুব হালকা রঙা মিন্ট গ্রিন শাড়ি। এতে এমবেলিশমেন্ট হিসেবে ছিল ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন।

আর এর সঙ্গে থাকা ব্লাউজ্টি বানানো হয়েছিল পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়ির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছিল আঁচলের মতো ২৩ ফুট লম্বা ট্রেন। এই একটি শাড়ি ও ব্লাউজ তৈরি করতে একশ তেষট্টি জন কারিগরের সময় লেগেছিল এক হাজার নয়শ পয়ষট্টি ঘন্টা। তা সেই তুলনায় অবশ্য ৬ ঘন্টা কিছুই না। তবু আলিয়া ভাটের জন্য তা অবশ্যই এক কঠিন অভিজ্ঞতা হয়েছিল। সেজন্যই তিনি তা শেয়ার করলেন সকলের সঙ্গে। দেখা যাক এবার তিনি মেট গালায় কী লুক উপহার দেন ভক্তদেরকে।

ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম

সূত্র: হাল ফ্যাশন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ