সর্বশেষ
পামওয়েল কারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দগ্ধ চার
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন আকর্ষণীয়
ধরা পড়লো বিশাল আকৃতির কাতল, অর্ধ লাখে বিক্রি
ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্রগঠনের কাজ এখন শুরু: আলী রীয়াজ
আ. লীগে যোগ দেওয়ার আগেই সাকিবকে যে বার্তা দেন মেজর হাফিজ
নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!
হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
‘নারী সংস্কার কমিশন বাতিলের দাবি গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী’
আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের
শহিদ জিয়ার শাহাদাত মাস স্মরণে বিএনপির কর্মসূচী
রূপচর্চায় ক্যাস্টর অয়েলের জাদুকরী ব্যবহার
পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনে এশিয়া কাপ হবে তো?
পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান
নিরাপত্তার মামলায় হেরে আবেগঘন বার্তা প্রিন্স হ্যারির
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করলো অ্যাপল, কেন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়

অনলাইন ডেস্ক

নিরাপদ ও দ্রুত যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে দিনদিন। ছবি ও ভিডিও আদান প্রধানের পাশাপাশি অডিও ও ভিডিও কলেও সুযোগ থাকায় এই প্লাটফর্মটি ব্যবহার করে না এমন লোক খোঁজে পাওয়া কঠিন। কিন্তু সমস্যা হলো- একটি ফোনে একাধিক সিম ব্যবহার করা গেলেও একাধিক হোয়াটসঅ্যাপ চালানো কঠিন।

তাই একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে একাধিক ফোন ব্যবহার করতে বাধ্য হন গ্রাহকরা। যা অত্যধিক ব্যয় ও কষ্টসাধ্য। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করা যায়, যা হয়তো অনেকেরই অজানা। আর এখানে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয় না। তাই একটি ফোনেই দুইটি হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব।

একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক। কীভাবে এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালাবেন?

১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।

৩. Settings-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন বেছে নিতে হবে।

৪. অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।

৫. শর্তাবলী অ্যাগ্রি করে কন্টিনিউ ট্যাপ করতে হবে।

৬. এবার আরেকটা নম্বর দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে হবে।

দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড তো হয়ে গেল, এবার দুটো অ্যাকাউন্টের মধ্যে কীভাবে স্যুইচ করতে হয়, সেটাও দেখে নেওয়া যাক।

১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।

৩. সুইচ অ্যাকাউন্টসে ট্যাপ করতে হবে।

৪. যে অ্যাকাউন্টে লগইন করা দরকার সেটা বেছে নিলেই হল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ