জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার সৃষ্টি হয়। তিনি বলেন, এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন, যাতে মানুষ বলতে পারে, দীর্ঘ ১৫ বছর পর ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তারা সরকার গঠন করতে পেরেছে।
শনিবার (৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে। ভোটের অধিকার হরণ করেছে। এ দেশে যাতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে নিজে দিতে পারে, জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এ দেশে গণতন্ত্র গঠন করতে পারে; তার জন্য চেষ্টা করছি।’
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি দেশে-বিদেশে গ্রহণযোগ্য মানুষ। আশা করি আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেবেন, যাতে মানুষ বলতে পারে দীর্ঘ ১৫ বছর পর তারা এমন একটা ভোট দিতে পেরেছে। তারা যেন মনে করে, আমার ভোট দিতে কেউ জোর করেনি, কেউ আমার ভোট কিনতে পারেনি, আমি আমার ভোটের অধিকার দিয়ে সরকার প্রতিষ্ঠিত করতে পেরেছি।’
তিনি বলেন, আমরা চাই, দেশকে পুনর্গঠন করার জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনকে পূর্ণ সহযোগিতা করবো।’
কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টায় একমত, ২৬টায় একমত নয় এবং ২৮টায় আংশিক একমত হয়েছে বলে জানান ফরিদুজ্জামান ফরহাদ।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর