শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে আজমল হক নান্টু মালত নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। একইসঙ্গে মাটি কাটায় যুক্ত ভেকু জব্দ করেন।
আজমল হক নান্টু মালত সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোনো সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার ও ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে অভিযান চালানো হয়।
সূত্র: যুগান্তর