সর্বশেষ
যেসব কারণে গরমে বেল খাবেন
গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা
পালের নাও
জ্ঞানের সন্ধানে মুসা (আ.)-এর ঐতিহাসিক সফর
পামওয়েল কারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দগ্ধ চার
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন আকর্ষণীয়
ধরা পড়লো বিশাল আকৃতির কাতল, অর্ধ লাখে বিক্রি
ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্রগঠনের কাজ এখন শুরু: আলী রীয়াজ
আ. লীগে যোগ দেওয়ার আগেই সাকিবকে যে বার্তা দেন মেজর হাফিজ
নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!
হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা
‘নারী সংস্কার কমিশন বাতিলের দাবি গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী’
আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের
শহিদ জিয়ার শাহাদাত মাস স্মরণে বিএনপির কর্মসূচী
রূপচর্চায় ক্যাস্টর অয়েলের জাদুকরী ব্যবহার

গরম করলে এসব খাবার হয়ে যায় ‘বিষ’!

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে রান্নার ফুরসতও মেলে কম। তাই প্রযুক্তির দারস্থ হচ্ছি। কেউ রুটি বানিয়ে, ভাত বা তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী সেটিই ওভেনে কিংবা চুলায় গরম করে ক্ষিদে মেটানো হচ্ছে। কিন্তু কিছু খাবার আছে যা দ্বিতীয়বার গরম করলে তার গুণাগুণ নষ্ট হয় এবং সেটি অনেক ক্ষেত্রে বিষের মতো কাজ করে শরীরে।

এমন কিছু খাবার আছে যা আমরা প্রায় নিত্যদিন খাই। বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার দ্বিতীয়বার গরম করে না খাওয়াই উত্তম।

  • ভাত রান্নার পর ভাত দীর্ঘসময় স্বাভাবিক তাপমাত্রায় রাখলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই ভাত পুনরায় গরম করলে ওইসব ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। তখন এই ভাত খেলে বমি অথবা ডায়রিয়া হতে পারে। যা শরীরের জন্য অনেক ক্ষতির।
  • মাংস— রান্না করা মাংস বারবার গরম করলে স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হয়। একাধিকবার গরম করা মাংস খেলে হজমের সমস্যার কারণ হতে পারে। এছাড়া এটির গুণাগুণও হারিয়ে যায়।
  • ডিম— কেউ ডিম সিদ্ধ, কেউ ডিম ভাজা অথবা বিভিন্ন উপায়ে রান্না করে খান। এই ডিমকে আবার গরম করা হলে টক্সিন তৈরি হয় যা বদহজমের আশঙ্কা বাড়ায়।
  • আলু— আলু রান্নার পর ঠান্ডা হলে তাতে বটুলিজম নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। এই খাবার ফের গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে ফুড পয়জনিং হতে পারে।
  • পালং শাক— এই শাকে রয়েছে উচ্চ মাত্রায় আয়রন ও নাইট্রেট। তবে এটিও পুনরায় গরম করে খেলে শরীরে ‘কার্সিনোজেনিক এলিমেন্ট’ বা ক্যানসার সৃষ্টিকারী উপাদানের সংখ্যা বেড়ে যায়।
  • চা— চা তৈরির পর ঠান্ডা হয়ে গেলে সেটি আবারও গরম করা উচিত নয়। কারণ তৈরি করা চা পুনরায় গরম করে পান করলে লিভারে ক্ষতি হয়।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ