নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মনে করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তিনি বলেছেন, ফ্যাসিবাদ কোন দল আনে না, আনে একটা ব্যবস্থা।
শনিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব বলেন দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার আকাঙ্ক্ষার কথা জানান তিনি।
বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে, কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সূচনা হচ্ছে মাত্র। সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করা ঐকমত্য কমিশনের লক্ষ্য।