২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। হিন্দি রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছিল। তিন বছর পর আসছে সিনেমার সিকুয়াল ‘ফির আয়ে হাসিন দিলরুবা’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার; যা দেখেই বোঝা যাচ্ছে, আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে এবারের গল্প। রানী চরিত্রে ফিরছেন তাপসী পান্নু। বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের এ অভিনেত্রী।
তিনি বলেন, ‘সিনেমার প্রথম পর্ব দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। সে কারণে দ্বিতীয় পর্ব নিয়েও আগ্রহ আছে ভক্ত-দর্শকদের। ‘ফির আয়ে হাসিন দিলরুবা প্রেম’, বিশ্বাসঘাতকতা এবং অপরাধের গল্প বলবে; যা দর্শককে এক অন্যরকম অনুভূতি দেবে বলা চলে। এই রোমাঞ্চকর গল্প দর্শকদের একটি অবিশ্বাস্য জার্নি উপভোগ করাবে বলা চলে।’
প্রথম অধ্যায়ের নীল আর রানীর প্রেম তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। ভিলেন নীল ত্রিপাঠীকে সরিয়ে আবারও কাছাকাছি আসতে চলেছে রানী আর ঋষু। ভালোবাসার জন্য সব করতে প্রস্তুত ঋষু। তারপর পরিণতি কী হলো? তার উত্তর দর্শক পাবে দ্বিতীয় অধ্যায়ে। এবারও রানী-ঋষুর প্রেমজীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ। কিন্তু এবার মরবে কে? কী হবে তাদের প্রেমের শেষ পরিণতি? রোমাঞ্চকর ট্রেলার দেখে কিন্তু বোঝার উপায় নেই। ‘ফির আয়ে হাসিন দিলরুবা’ ছবিতে বিক্রান্ত ম্যাসি অভিনয় করেছেন ঋষু চরিত্রে। অভিনীত চরিত্র সম্পর্কে বিক্রান্ত জানান, গল্পে দেখানো হয়েছে ঋষু স্বেচ্ছায় নয়, বরং পরিস্থিতির চাপে হিংসার পথ বেছে নিয়েছে।’
বিক্রান্ত তাঁর ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমার নিজের জীবনেও এ রকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে কারাতে, তায়কোয়ান্দো করেছিলাম। একদিন স্কুলে একটি ছেলেকে আমি রেগে গিয়ে ঘুসি মেরেছিলাম। ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানতাম না। ওর যে মৃগী আছে, তাও জানা ছিল না। ওকে মারার পরই দেখি সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে। ওর দাদা এসে আমাকে মারে। পুরো ঘটনা ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডে। আমি তারপর থেকে কখনও কারও গায়ে হাত তোলার সাহস পাইনি। সত্যি বলতে, মনেও হয়নি তেমনটা করার কথা।’
ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই। আগেরবারের মতোই চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন। প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়েলো।