সর্বশেষ
মেসির গোলে জয়ে ফিরলো মিয়ামি
পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
গাজায় ইসরায়েলি হামলায় ১৮ মাসে দুই শতাধিক সাংবাদিক নিহত
মাড়ি থেকে রক্ত পড়ে যে ভিটামিনের অভাবে
চুলের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই ১০টি অভ্যাস
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে
হাঁটু ও কনুইয়ের কালচে দাগ তোলার ঘরোয়া পদ্ধতি
তটিনী আর সালোয়ার–কামিজের দারুণ কেমিস্ট্রি
আমলকি যেসব রোগের মহৌষধ
যেসব কারণে গরমে বেল খাবেন
গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা
পালের নাও
জ্ঞানের সন্ধানে মুসা (আ.)-এর ঐতিহাসিক সফর
পামওয়েল কারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দগ্ধ চার

পালের নাও

অনলাইন ডেস্ক

জসীম উদ্‌দীন

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও !

কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে,

কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে।

গুরার গায়ে ফুল চন্দন দেব ঘষে ঘষে,

মামা-বাড়ির বলব কথা-শুনো বসে বসে।

কে যাওরে পাল-ভরে কোন দেশে ঘর,

পাছা নায়ে বসে আছে কোন সওদাগর ?

কোন দেশে কোন গাঁয়ে হিরে ফুল ঝরে,

কোন দেশে হিরামন পাখি বাস করে।

কোন দেশে রাজ-কনে, খালি ঘুম যায়,

ঘুম যায় আর হাসে হিম-সিম বায়!

সেই দেশে যাব আমি কিছু নাহি চাই,

ছোট মোর বোনটিরে সাথে যাদি পাই।

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

তোমার যে পালে নাচে ফুলঝুরি বাও-

তোমার যে নার ছই আবের ঢাকনি,

ঝলমল জ্বলিতেছে সোনার বাঁধুনি।

সোনার না’বাঁধনরে তার গোড়ে গোড়ে,

হিরামন পঙ্খির লাল পাখা ওড়ে।

তার পর ওড়েরে ঝালরের হাসি,

ঝলমল জলে জ্বলে রতনের রাশে।

এই নাও বেয়ে যায় কোন সওদাগর,

কয়ে যাও-কয়ে যাও, কোন দেশে ঘর ?

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

ঘরে আছে ছোট বোন তারে নিয়ে যাও।

যে না গাঙে সাতধার করে গলাগলি,

সেথা বাস কুহেলির-লোকে গেছে বলি।

পারাপার দুই নদী-মাঝে বালচুর,

সেইখানে বাস করে চাঁদ-সওদাগর।

এপারে ভুতুমের বাসা ও-পারেতে টিয়া-

সে খানেতে যেয়োনারে নাওখানি নিয়া।

ভাইটাল গাঙ দোলে ভাটী গেঁয়ো সোঁতে,

হবে নারে নাও বাওয়া সেথা কোনমতে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ