সাদার লুকে আছে এক অন্যরকম আকর্ষণ। গ্ল্যাম লুক বললে প্রথমেই সাদার কথা না মনে আসলেও সাদাও যে কতটা গ্ল্যামারাস হতে পারে তা অভিনেত্রী সাফা কবিরের এই লুক দেখে বোঝা যাচ্ছে। এমনিতেই অভিনেত্রী সাফা কবিরের সৌন্দর্যে মজে থাকেন ভক্তরা। এবার লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র পোশাকে গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা।
সাদা মুক্তার এমবেলিশমেন্ট আর সাদা কারুকাজ করা সাদা পোশাকে সাফার অল হোয়াইট লুক
ফিউশন শাড়ি স্টাইল পোশাকে ফ্লোউই জর্জেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে
পোশাকের মতো কানের ছোট স্টাড আর চুলের সাজে পার্লের ব্যবহার দেখা যাচ্ছে।
ঘন কাজল, টেনে দেওয়া আইলাইনার আর গাঢ় ভ্রুইয়ের সঙ্গে ন্যুড লিপকালার বেছে নিয়েছেন সাফা এখানে
সব মিলিয়ে গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম
পোশাক: বাটারফ্লাই বাই সাগুফতা
আলোকচিত্রী: নাইমুল ইসলাম