নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নিটল জনপদ পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজ মাঠ ও ভবনের চারপাশ পরিষ্কার করেন। তারা হাতে ঝুড়ি ও ঝাড়ু নিয়ে প্লাস্টিক, কাগজ, পাতা ও অন্যান্য ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলেন। এ সময় শুভ সংঘের পক্ষ থেকে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলেজের পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, মানিক চন্দ্র দাস এবং ইসমাইল হোসেন।
এছাড়া বসুন্ধরা শুভ সংঘের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ওসমান শামীম এবং সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের নিজ আঙিনা থেকেই।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিবেশ রক্ষার নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। বসুন্ধরা শুভ সংঘের এমন মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করবে।
এর আগে শুভ সংঘের উদ্যোগে শিশুদের পানিতে পড়া রোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতামূলক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর