সর্বশেষ
‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওতে মা-মেয়ের গল্প
মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
‘দ্বৈত নাগরিকত্ব সনদ’ পাবেন অনলাইনে, আবেদন করবেন যেভাবে
এপ্রিলে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
যুক্তরাষ্ট্রে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আসছে দুঃসংবাদ
কোরবানি পশুর চামড়ার ন‍্যায‍্য মূল্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তিকালে জামায়াতে ইসলামীর শোক
আয়কর রিটার্ন নিয়ে এনবিআর’র কড়া বার্তা
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কাজ প্রায় সম্পন্ন: প্রধান বিচারপতি
হজের ভিসা আবেদনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয়
পাকিস্তান ও আমিরাতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ স্কোয়াড
স্কুলের পারফরম্যান্স ভালো না হলে সংশ্লিষ্টদের শোকজ
আমিরাতের ভিসা চালুর উল্লেখযোগ্য অগ্রগতি, প্রতিদিন ইস্যু ৫০টি
বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করলো চীন
শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য পাঠানোর সময় বাড়লো

উপদেষ্টাদের এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

অনলাইন ডেস্ক

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ মে) দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব কথা জানান।

এর আগে ২৫ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন বলেছিলেন, দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার আগে যুগান্তরে ‘দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি; তদবির বাণিজ্যে আয় শতকোটি টাকা’ প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

দুদক মহাপরিচালক বলেন, তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে আইন অনুযায়ী সেটি কমিশনের যাচাই-বাছাই সেল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্য অনুসন্ধান শুরু হবে। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা হলেও একই সেল সেটি খতিয়ে দেখার পর একই প্রক্রিয়ায় অনুসন্ধান শুরু হবে। দুর্নীতির আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও উপদেষ্টা তাকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন ৮ এপ্রিল। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ