নারীদের জন্য হাদিস পাঠের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কাতারের আল মুজাদালা সেন্টার এন্ড মস্ক ফর উইমেন। বসন্ত পাঠচক্র-২ শীর্ষক এই আয়োজনে হাদিসের নানা দিকের ওপর আলোকপাত করা হবে। আল মুজাদালা সেন্টার কাতার ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
আল মুজাদালা সেন্টারের নির্বাহী পরিচালক ড. সোহায়রা সিদ্দিকি বলেন, আমাদের দৈনন্দিন জীবনে হাদিস থেকে আমরা মুসলিমরা মহান অন্তর্দৃষ্টি, অনুপ্রেরণা ও নির্দেশনা লাভ করি। আল মুজাদালায় হাদিসের পাঠদানের মাধ্যমে ঐশী নির্দেশনার নানাদিক উন্মোচিত হয়। যেমন ইবাদত, বিচারব্যবস্থা ও নৈতিকতা বিষয়ে ইসলামের প্রাথমিক যুগের নারীদের অংশগ্রহণ। তিনি আরো বলেন, হাদিসের কিতাবে এমন বহু ঘটনা পাওয়া যায় যেখানে মুসলিম নারীদেরকে মহানবী (সা.)-এর সঙ্গে সংলাপে লিপ্ত হতে দেখা যায়। তারা নবীজি (সা.)-এর সামনে এমন বহু বুদ্ধিদীপ্ত প্রশ্ন উত্থাপন করেছেন যা মুসলিম সমাজের উন্নয়নে অণুঘটক ছিল।
সাত পর্বের হাদিস শিক্ষার কর্মশালার প্রথম পর্ব শুরু হয়েছিল ২২ এপ্রিল ২০২৫। এই পর্বে দৈনন্দিন জীবনে হাদিসের শিক্ষা ও ধর্মীয় জীবনের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। ২৩ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়েছে হাদিস শাস্ত্রে নারীর অবদান শীর্ষক কর্মশালা। এতে হাদিস শাস্ত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
গত ৩ মে শুরু হয়েছে ‘হাদিস শাস্ত্রের পরিচয়’ শীর্ষক কর্মশালা। কর্মশালার মূখ্য আলোচক হামাদ বিন খালিফা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুতাজ আল খাতিব। তিনি বলেন, প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে পরিচিত হওয়া। যেন তারা তাঁকে চির অনুসরণীয় আদর্শ হিসেবে অনুসরণ করতে পারে। জীবনের বাস্তবতা হলো মহানবী (সা.)-এর শিক্ষা নারী ও পুরুষ উভয়কে সমানভাবে অনুপ্রাণিত করে।
সূত্র : দ্য পেনিনসুলা