অভনিত কৌর যে খুব জনপ্রিয় বলিউড অভিনেত্রী তা নয়। তবে প্রায়ই বিভিন্ন বোল্ড ফটোশ্যুট আর নানা অনুষ্ঠানে আবেদনময় সাজপোশাকের জন্য পাপারাজ্জিদেরফেভারিট হয়ে উঠেছেন তিনি। মাঝে মধ্যেই তাঁর আকর্ষণীয় সব লুক হয়ে যায় ট্রেন্ডিং।
তবে ২৪ বছর বয়সী এই অভিনেত্রী, নৃত্যশিল্পী আর কন্টেন্ট ক্রিয়েটর কল্পনাও করতে পারেন নি যে কোনো চেষ্টা ছাড়াই তিনি হঠাৎ এমন ভাইরাল হয়ে যাবেন। বলতে গেলে অভনিত কৌরের ইন্সটাগ্রাম এখন ভেঙে পড়েছে লাইক,শেয়ার, ভিউ আর ফলো করার হিড়িকে। জানা যায়, স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্মদিনের পরদিন তারকা ক্রিকেটার বিরাট কোহলি অভনিতের একটি অত্যন্ত আবেদনময় ইন্সটাগ্রাম লুকে লাইক দেন। আর খুব দ্রুত এ খবর স্ক্রিনশটসহ ভাইরাল হয়ে যায়। এরপর জন্ম হয় আরো বিতর্কের। বিরাট কোহলি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে এই মর্মে পোস্ট দেন যে তিনি ভুলে লাইক দিয়েছেন এই ছবিতে। এতে আরো হিতে বিপরীত হয় আর ট্রল শুরু হয়ে যায় যে স্ত্রীর ভয়ে এখন এমন পোস্ট দিচ্ছেন কোহলি। তবে যাই হোক, এতে আখেরে লাভঅ হয়েছে অভনিতের। চলুন আমরাও দেখে আসি এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রামের যত আকর্ষণীয় লুক।সাদা
এখানে অভনিতের স্ট্র্যাপলেস কালো বিডসের করসেট গাউনে বডিকন ডিজাইন।
লঞ্জরি ঘরানার অত্যন্ত আবেদনময় এই ড্রেসে রোজ প্যাটার্নে গ্যাদার্ড ফেব্রিক।
ডিপনেক সবুজ টপের সঙ্গে সাদা কালো স্কার্টের এই ছবিটিতে লাইক দিয়ে ভাইরাল করে দিয়েছেন বিরাট
কালো নেটের ব্রালেট ও প্যান্ট পরেছেন তিনি
গত বছরের কান চলচ্চিত্র উৎসবে এমন র্যাপ প্যাটার্নের লাল ড্রেস পরেছেন তিনি।
সাদা মিনিড্রেসে অভনিত
বেগুনি মনোক্রোম শাড়ি আর স্লিভলেস ব্লাউজেও সমান সুন্দর এই অভিনেত্রী
প্যাস্টেল পিন্ট স্যাটিনে সোনালি এমবেলিশমেন্ট করা অভনিতের এই থাই স্লিট গাউনে
সাদা পার্লের কাজ করা ন্যুড ফেব্রিকের কম্বিনেশনে সাদা গাউন পরেছেন তিনি
পাপারাজ্জিরা এমন লুকে ফ্রেমবন্দী করেন তাঁকে প্রায়ই। এখানে অভনিত পরেছেন লাল করসেট টপ আর ম্যাচিং শর্টস।
সাদা নীল স্ট্রাইপের বেল্টেড মিনিড্রেসে খেলা দেখতে গিয়েছেন ক্রিকেটপাগল অভনিত
সাদা শাড়ি লাল পাড় আর ঝুমকায় অন্যরকম বৃষ্টিসিক্ত অভনিত
ন্যুড ফেব্রিকের ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভনিত
ছবি: অভনিত কৌরের ইন্সটাগ্রাম