সর্বশেষ
চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকা নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা
জোবাইদা রহমানের নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের
আইসিসির মাসসেরার মনোনয়ন পেল মেহেদী মিরাজ
ইতালি যেতে আগ্রহী শ্রমিকদের জন্য সুখবর
সিংড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু
এবার রাতে ভোট হবে না: সিইসি
চুয়াডাঙ্গায় অনিয়ম-বৈষম্যের প্রতিবাদে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
যে ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়
নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?
ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
নারী স্বাস্থ্য ইনস্টিটিউট গঠনের প্রস্তাব, বাস্তবায়নে প্রয়োজন দুই বছর
রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিজয়, তবে কি প্রেমে বিচ্ছেদ?
ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শেরপুরে বসুন্ধরা শুভসংঘের পথসভা
আফতাব নগরে বসবে না পশুর হাট, দুই সিটির ইজারা বিজ্ঞপ্তি হাইকোর্টে বাতিল

সামার ফ্যাশনে মেতে উঠেছেন দেশি তারকারা

অনলাইন ডেস্ক

ঋতুভেদে ফ্যাশনের রয়েছে আলাদা ধরন ও স্টাইল। রোদ–বৃষ্টির খেলা চললেও এখন গ্রীষ্মকাল। তাই এ সময় ফ্যাশনে আরামের বিষয়টি প্রাধান্য পায় সবার আগে। তবে আরামের পাশাপাশি তারকা ফ্যাশনিস্তারা গুরুত্ব দেন স্টাইলের দিকটিও।

আজকের আয়োজন বাংলাদেশি তারকাদের সামার ফ্যাশন নিয়ে। এ সময় তাঁরা এথনিক ও ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটই বেছে নিচ্ছেন। আর চোখজুড়ানো সব লুকে সবার সামনে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে। চলুন, দেখে আসি ইনস্টাগ্রাম থেকে পাওয়া লুকগুলো।

বিদ্যা সিনহা মিম

মিমের পরনে অস্ট্রেলিয়ান বিলাসবহুল ব্র্যান্ড জিমারমেনের মিনি ড্রেস।

ফ্লোরাল প্রিন্ট আর লেইস ডিটেল দেওয়া এই সুন্দর সামার ড্রেসের সঙ্গে তিনি পরেছেন হাই হিল। উঁচু করে বাঁধা নিট বান হেয়ারস্টাইলের সঙ্গে কানে পরেছেন মুক্তার স্টেটমেন্ট দুল। আর মেকআপে ধরা পড়েছে সামার ভাইব।

মেহজাবীন চৌধুরী

ম্যাজেন্টা রঙের হল্টারনেক গাউনে পোজ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন।

এই আউটফিটের সঙ্গে খুব সুন্দর এক জোড়া হীরার স্টেটমেন্ট দুল পরেছেন অভিনেত্রী। মানানসই মেকআপের সঙ্গে করেছেন নিট বান হেয়ারস্টাইল। পারফেক্ট সামার পার্টির জন্য এই লুক অনুপ্রেরণা হতে পারে।

সাফা কবির

বিখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড জারার ‘সামার মিডি ড্রেস’ পরে রৌদ্র্য–বিলাস করছেন সাফা।

স্কয়ার কাট নেকলাইন, পাফ স্লিভ এই সাদা ড্রেসে শোভা বাড়িয়েছে সবুজ ফুলের এমব্রয়ডারি। পেছনে আছে বো। সুন্দর এই আরামদায়ক পোশাকের সঙ্গে অভিনেত্রী সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন।

সুনেরাহ বিনতে কামাল

নতুন প্রজন্মের ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তাঁর এই সামার লুকে লেয়ার স্টাইল করেছেন। সাদা টপের ওপর জড়িয়ে নিয়েছেন নীল–সাদা স্ট্রাইপের ঢিলেঢালা শার্ট; সঙ্গে পরেছেন জিনস প্যান্ট। অনুষঙ্গ হিসেবে ক্রসবডি ব্যাগটাও বেশ মানিয়ে গেছে এই লুকের সঙ্গে।

এ সময়ে আরাম পেতে সুতি শাড়ির জুড়ি নেই। অভিনেত্রী এখানে গোলাপি স্লিভলেস ব্লাউজের সঙ্গে পরেছেন নীল–সবুজ স্ট্রাইপের শাড়ি।

মুমতাহিনা টয়া

নীল–সাদা স্লিভলেস মিডি ড্রেসের সঙ্গে বেশ মানিয়ে গেছে মিনিমাল জুয়েলারি আর সাদা ফ্রেমের ট্রেন্ডি সানগ্লাস। এ সময়ে সমুদ্রে বেড়াতে গেলে টয়ার এই লুক আদর্শ হতে পারে।

নুসরাত ফারিয়া

লেস বর্ডারের সাদা ব্রালেট টপের ওপর সাদা সি থ্রু ফ্লোরাল শ্রাগ নিয়েছেন নুসরাত। তাঁর সামার লুকে বিশেষ আকর্ষণ কাড়ছে গোলাপি আভার মেকআপ আর মিনিমাল ডিজাইনের পার্ল বা মুক্তার লকেট চেইন।

মন্দিরা চক্রবর্তী

সাইড স্লিট ফ্লোরাল বডিকন ড্রেসে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন। চোখে কালো সানগ্লাস আর পায়ে পরেছেন ফ্লোরাল হিল।

তমা মির্জা

এ সময়ের দাওয়াত কিংবা পার্টির লুকে তমা মির্জার মতো এমন এথনিক লুক বেছে নেওয়া যেতে পারে। স্লিভলেস ব্লাউজের সঙ্গে নায়িকা ফ্লোরাল প্রিন্টের অরগাঞ্জা শাড়ি পরেছেন। কানে বড় আকারের ঝোলানো দুল, স্লিক বান হেয়ারস্টাইল আর সামার সানগ্লাসে ফ্রেমবন্দী হয়েছেন তিনি।

পূজা চেরী

স্টাইলিশ অভিনেত্রী পূজা তাঁর সামার লুকে পোজ দিয়েছেন সাদা–নীল ফ্লোরাল মিডি ড্রেসে। গরমে আরাম পেতে উঁচু করে করেছেন পনিটেল। চোখে কালো সানগ্লাস আর পায়ে পরেছেন সবুজ হিল।

আরেকটি সামার লুকেও অভিনেত্রী মিডি ড্রেস বেছে নিয়েছনে। ড্রেসের কালো জমিনে ছোট ছোট গোলাপি ফুলের ছাপ যেন তাঁর লুককে আরও প্রাণবন্ত করেছে।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ