সর্বশেষ
চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকা নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা
জোবাইদা রহমানের নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের
আইসিসির মাসসেরার মনোনয়ন পেল মেহেদী মিরাজ
ইতালি যেতে আগ্রহী শ্রমিকদের জন্য সুখবর
সিংড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু
এবার রাতে ভোট হবে না: সিইসি
চুয়াডাঙ্গায় অনিয়ম-বৈষম্যের প্রতিবাদে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
যে ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়
নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?
ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
নারী স্বাস্থ্য ইনস্টিটিউট গঠনের প্রস্তাব, বাস্তবায়নে প্রয়োজন দুই বছর
রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিজয়, তবে কি প্রেমে বিচ্ছেদ?
ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শেরপুরে বসুন্ধরা শুভসংঘের পথসভা
আফতাব নগরে বসবে না পশুর হাট, দুই সিটির ইজারা বিজ্ঞপ্তি হাইকোর্টে বাতিল

শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য দিলো হেফাজত ইসলাম

অনলাইন ডেস্ক

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জন শহীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি জানায়, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

এ দিকে এই সংখ্যা নিয়ে মতভেদ ও বিতর্ক রয়েছে। স্বাধীনভাবে অনুসন্ধান করা মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে।

তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন।

উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন।

সেদিন রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার হয়। হেফাজতের দাবি, সেদিন অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে ৯৩ জনের নাম এবার প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবক।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ