গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
হামলার পরপরই রাতভর অভিযানে তাদের আটকের কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকা পড়লে তার ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়।
হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ও গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধ্যরাতে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন তারা।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর