রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ৫ মে (সোমবার) হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে তিনি বাউন্ডারি ওয়ালের পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাখা বালু ও বস্তা সরিয়ে নিতে বলেন। আগেও বিষয়টি জানানো হলেও পদক্ষেপ না নেওয়ায় এবার সিটি করপোরেশনের প্রশাসককে আবারও অবহিত করা হয়।
এছাড়া, উল্টো পথে রিকশা ও যান চলাচল বন্ধে কড়া নির্দেশনা দেন তিনি এবং শৃঙ্খলা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। হাতিরঝিলের পার্কগুলোতে সবুজায়নের জন্য বৃক্ষরোপণের দিকনির্দেশনাও প্রদান করেন রাজউক চেয়ারম্যান।
পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর