রাজধানীর আফতাব নগরের ইস্টার্ন সিটিতে নির্ধারিত অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে রাজধানীর দুই সিটি করপোরেশনের ঘোষিত দুটি পশুর হাটের নোটিশই হাইকোর্টে স্থগিত হলো।
আজ সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত আরা ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন।
ডিএনসিসি আফতাব নগরের একটি অংশে অস্থায়ী হাট বসাতে এক কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকার দরপত্র আহ্বান করেছিল। তবে এ বিষয়ে করা এক রিটের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি স্থগিত করেন আদালত।
রিটের পক্ষে আইনজীবী আনোয়ার হোসেন লিটন জানান, হাইকোর্টের এই আদেশের ফলে এখন আফতাব নগরে কোনো পশুর হাট বসানো সম্ভব নয়। তিনি বলেন, হাইকোর্ট দুই সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তিই স্থগিত করেছেন। ফলে এবছর আফতাব নগরে পশুর হাটের অনুমতি নেই।
হাইকোর্টের এই আদেশের ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি ও নগর ব্যবস্থাপনায় যেসব প্রশ্ন উঠেছিল, তা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর