বগুড়ার শেরপুরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ সোমবার (৫ মে) বেলা বারোটায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে ওই কর্মসূচি পালন করা হয়।
এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ।
তিনি ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটি তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। কিন্তু তা আজও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বরং দেশের সর্বত্রই এখন ভেজাল আর ভেজাল। খাদ্যে ভেজাল, নকল এবং ক্ষতিকর-বিষাক্ত রাসায়নিকের ব্যবহারের কারণে জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
মানহীন খাদ্য গ্রহণ করায় অসংখ্য মানুষ স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কিডনি ও লিভারের সমস্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তাই এভাবে চলতে দেওয়া যায় না। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে হবে। যেকোনো মূল্যে তাদের রুখতে হবে। এছাড়া পরিবেশ ও শব্দ দূষণরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তাদের প্রতি আহবান জানান বিএনপির কেন্দ্রীয় নেতা কেএম মাহবুবার রহমান হারেজ।
পাশাপাশি স্থানীয় এই শেরপুর উপজেলার মধ্যদিয়ে বহমান করতোয়া ও বাঙালী নদীর পানি দূষণ, দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও জোর দাবি জানান তিনি।
বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় ঘন্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে জাতীয় দৈনিক মানবজমিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান পান্না, ডা. সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শুভসংঘের সদস্য নিলুফা ইয়াসমিন, উজ্জল হোসেন, সাইফুল ইসলাম, সোহানুর রহমান সান প্রমুখ বক্তব্য রাখেন।
বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণার পাশাপাশি তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।