হুগো গাত্তির শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। আজ শুনেছে আরেকটি দুঃসংবাদ। লিওনেল মেসির দেশ হারিয়েছে ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গ্যালাভানকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লুইস। কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হাল ছেড়েছেন এই ডিফেন্ডার। সোমবার তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আর্জেন্টিনার ফুটবলে।
পেশাদার ক্যারিয়ারে প্রায় পুরো সময় আর্জেন্টিনার একাধিক ক্লাবে খেলেছেন লুইস। শেষদিকে পাড়ি জমিয়েছিলেন বলিভিয়ার একটি ক্লাবে। অ্যাথলেটিকো টালারাসকে রেকর্ড ৬টি শিরোপা জিতিয়েছেন রক্ষণের এই তারকা। ১৭ বছরে ক্লাবটির জার্সিতে খেলেছেন ৫০৩টি ম্যাচ।
১৯৭৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় লুইসের। ১৯৭৮ বিশ্বকাপে সব ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক পাসারেলার সঙ্গে জুটি বেঁধেছিলেন রক্ষণে। ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে লেফ্ট উইংয়ে খেলান দলের কোচ। গতি, ট্যাকল আর কৌশলে ওই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিলেন লুইস। ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। পরের বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান বিশ্বজয়ী ডিফেন্ডার। ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকেও সরে যান।
আর্জেন্টিনার হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন লুইস। তার চলে যাওয়ায় শোক জানিয়েছেন আর্জেন্টিনায় ফুটবল অ্যাসোসিয়েশন, ‘এই বেদনাদায়ক সময়ে লুইসের পরিবার এবং বন্ধুদের প্রতি এএফএ এবং এর সমগ্র নেতৃত্ব আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’