চার দশক পর কপাল খুলতে যাচ্ছে দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের। ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি এসব মাদরাসার হালনাগাদ তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। আগামী ১৫ মের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে ছিলেন। তাদের দাবির মুখেই সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিও প্রদানের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড়ের পরই সরকারি অংশের বেতন পাবেন শিক্ষকরা।