সর্বশেষ
নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ
আনসার ভিডিপির  বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
আগের দলগুলো ঘুরেফিরে ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে: ইসলামী আন্দোলন
সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপার‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে: আইজিপি
আওয়ামী লীগের হ্যাপিসহ গ্রেপ্তার ৪
ভারত-পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির
কোরবানি ঈদে লম্বা ছুটির সুখবর দিয়ে প্রজ্ঞাপন
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া
পাকিস্তানের তিন মসজিদে ভারতের হামলা, রেহাই পায়নি শিশুও
উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!
হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা জানালো পাকিস্তান

থ্রিলার দ্বিতীয় পত্রে আটকে ‘ইন্টার-পাস’ করা হলো না বার্সার

স্পোর্টস ডেস্ক

৭-৬, সেমিফাইনালের স্কোরলাইন। না, পেনাল্টি শ্যুট আউট ভেবে বসবেন না যেন। খেলাটা পেনাল্টি শ্যুট আউটে গড়াতে পারত বটে, কিন্তু যায়নি। কিন্তু ম্যাচেই যা হয়েছে, তা এ লড়াইকে তুলে দিল ইতিহাসের পাতাতেই।

প্রথম লেগটা ছিল ৬ গোলের থ্রিলার, দ্বিতীয় লেগটাও হলো তাই। থ্রিলার দ্বিতীয় পত্রে এক গোল বেশিই হলো। তবে ম্যাচ শেষে কপালটা পুড়ল বার্সেলোনার। সান সিরোয় ইন্টার-পরীক্ষায় এবারও পাস করা হলো না দলটার। তাদের ৪-৩ গোলে হারিয়ে ইন্টার মিলান উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

প্রথমার্ধে শুরুটা করে ইন্টার, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারা শুরু থেকেই। হাইলাইন ডিফেন্স আর ফুলব্যাকদের ওভারল্যাপিং করানোর সাহসী কৌশল বেছে নিয়েছিলেন সিমোনে ইনজাগি। তা শুরু থেকেই বার্সেলোনাকে চাপে ফেলে দেয়।

ম্যাচের ২১ মিনিটে ফেদেরিকো দিমারকোর ট্যাকল ও নিখুঁত থ্রু বল পেয়ে একা এগিয়ে যান ড্যানজেল ডামফ্রিজ। তিনি সামনে থাকা একমাত্র বাধা—গোলরক্ষক—কে পাশ কাটিয়ে বল বাড়িয়ে দেন লাওতারো মার্তিনেজের পায়ে। মার্তিনেজ এর আগে বল স্পর্শ করেছিলেন মাত্র তিনবার, কিন্তু এই চতুর্থবারে সহজ ফিনিশে ইন্টারকে ১-০ গোলে এগিয়ে দেন।

প্রথমার্ধের একেবারে শেষ সময়ে, মিখিতারিয়ানের নিখুঁত পাস থেকে বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন মার্তিনেজ। পেছন থেকে কুবারসির ট্যাকল প্রথমে মনে হয়েছিল ক্লিন, কিন্তু ভিএআর জানায়, ফাউলটি হয়েছে বক্সের ভেতরে। পেনাল্টি শটে হাকান চালহানওগলু গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তখন মনে হচ্ছিল ইন্টার  বুঝি হেসেখেলেই ম্যাচটা জিতবে।

কিন্তু বার্সেলোনা তো এমন এক দল, যাদের আত্মবিশ্বাসই তাদের অস্ত্র। পিছিয়ে থেকেও তারা কখনও পিছু হটে না, অন্তত এ মৌসুমে তো বটেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা ঘুরে দাঁড়ায়। প্রথমে জেরার্দ মার্তিনের ক্রস থেকে এরিক গার্সিয়ার অসাধারণ ভলিতে একটি গোল এবং কয়েক মিনিট পরই আবার সেই মার্তিনের ক্রস, এবার হেডে গোল করেন দানি অলমো। তৎক্ষণাৎ ম্যাচে ভারসাম্য ফিরে আসে। এরপর যখন ম্যাচের ৮৭ মিনিটে রাফিনিয়ার দারুণ গোলে ৩-২ তে এগিয়ে গেল বার্সেলোনা, মনে হচ্ছিল ইন্টারের স্বপ্ন বুঝি এখানেই থেমে যাবে।

কিন্তু সেই স্বপ্ন আবার বাঁচিয়ে তুললেন ডেনজেল ডামফ্রিজ। ৯৩ মিনিটে ডান দিক থেকে প্রবল ছুটে এসে বল বাড়িয়ে দেন অভিজ্ঞ ফ্রান্সেসকো আচেরবির দিকে, যিনি কোনো দ্বিধা না করে বল তুলে দেন জালে। ৩-৩। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরু থেকেই দুদলের মধ্যে এক অসম্ভব নাটকীয় উত্তেজনা কাজ করছিল। দুই দলের খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট, কিন্তু খেলার গতি এতটুকু কমেনি। এই সময়েই আসে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ম্যাচের ৯৯ মিনিটে বল পেয়ে যান দাভিদে ফ্রাত্তেসি। বিপক্ষ ডিফেন্ডারদের ভিড়ে তিনি সময় নেন, ঠান্ডা মাথায় লক্ষ্য নির্ধারণ করে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন পোস্টের কোনায়। পুরো সান সিরো তখন কেঁপে উঠেছে গর্জনে।

শেষ পর্যন্ত বার্সেলোনা বেশ কয়েকটি চেষ্টা করেছিল, এমনকি শেষ মুহূর্তে তাদের একটি সম্ভাব্য পেনাল্টি বাতিল করে দেয় ভিএআর। গোল আর তাই হয়নি, বার্সারও ইন্টার পাশ করা হয়নি। ইন্টার তাতে চলে যায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, ৩ বছরে দ্বিতীয় বারের মতো। আগের বার ফাইনালে সিটির কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের, এবার নিশ্চয়ই তা চাইবে না সিমোন ইনজাগির দল!

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ