সর্বশেষ
ভারতের অনুরোধে ‘মুসলিম’ নিউজ পেজ ব্লক করল মেটা
ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত
গায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমান
সর্বদলীয় বৈঠকে ভারত
সংকটময় সময়ে পাশে দাঁড়ানোয় এরদোগানকে পাক প্রধানমন্ত্রীর ধন্যবাদ
বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
ঘুসের মামলায় টিউলিপকে দুদকে তলব
যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে
কালাকানুন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের প্রতিবাদে উত্তাল সচিবালয়
মধ্যরাতে দেশ ছাড়লেন আবদুল হামিদ
বক্স অফিসে হাড্ডহাড্ডি লড়াইয়ে ন্যানি-সুরিয়া, কে এগিয়ে?
‘আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দল হয়নি’
মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান: আশিক চৌধুরী

চুলের জন্য কতটা উপকারী তরমুজের বীজের তেল?

অনলাইন ডেস্ক

তরমুজের বীজের তেল শুধু চুলের স্বাস্থ্যই ভালো রাখে না, চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, চুল পড়া কমায়, চুলের গোড়াও মজবুত করে। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই তেল।

বীজ দিয়েই বানিয়ে ফেলুন তেল, যা চুলের জন্য উপকারি। তরমুজের বীজের তেল চুলের স্বাস্থ্যই ভালো রাখে না, তরমুজের বীজের তেল চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, চুল পড়া কমায়, চুলের গোড়াও মজবুত করে। এ তেল বাজারে কিনতে পাওয়া যায়। তবে চাইলে তা বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

তরমুজের বীজের তেল বানানোর পদ্ধতি

তরমুজের বীজ ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিন। শুকনো কড়াইয়ের আঁচে বসিয়ে তাতে নেড়ে নিন। তাতেও বীজ সম্পূর্ণ শুকিয়ে যাবে।

বীজের উপরের অংশ বা খোসা ছাড়িয়ে তরমুজের বীজ পাউডারের মতো মিহি করে গুঁড়িয়ে নিন।

এবার এতে সামান্য জল দিয়ে আরও একবার মিক্সিতে নিয়ে একটি মসলিনের নরম কাপড়ে মিশ্রণটি ঢেলে চাপ দিয়ে তেল বের করে নিন।

একটি পাত্রে নারকেল তেল সামান্য গরম করে ছেঁকে নেওয়া তরল তার মধ্যে মিশিয়ে নিন। একটি কাচের পাত্রে ঢেলে রাখুন।

ব্যবহারের নিয়ম

তরমুজের বীজের তেলের সঙ্গে দই, মধু, অ্যালোভেরা অথবা তরমুজের শাঁস চটকে তা মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে মেখে রেখে দিন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

শুষ্ক চুলে আর্দ্রতা জোগাতে উপযোগী তরমুজের বীজের তেল।

এ তেলে রয়েছে চুলের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন ও মিনারেল; যা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া কমায়।

মাথার ত্বকের শুষ্ক ভাবের জন্য খুশকির সমস্যা হলে তারও সমাধান করবে এ তেল।

চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে তরমুজের বীজের তেল।

তরমুজের বীজের মধ্যে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি রয়েছে। এগুলো চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে সাহায্য করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ