সর্বশেষ
পাকিস্তানে হামলা চালানো ‘ইসরাইলি ড্রোন’ সম্পর্কে যা জানা গেল
পাক-ভারত উত্তেজনা: সীমান্তে কৃষকদের অভয় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
‘হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’
জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব
ভারতের অনুরোধে ‘মুসলিম’ নিউজ পেজ ব্লক করল মেটা
ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত
গায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমান
সর্বদলীয় বৈঠকে ভারত
সংকটময় সময়ে পাশে দাঁড়ানোয় এরদোগানকে পাক প্রধানমন্ত্রীর ধন্যবাদ
বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
ঘুসের মামলায় টিউলিপকে দুদকে তলব
যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে
কালাকানুন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের প্রতিবাদে উত্তাল সচিবালয়
মধ্যরাতে দেশ ছাড়লেন আবদুল হামিদ

পাক-ভারত উত্তেজনা: সীমান্তে কৃষকদের অভয় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাক-ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সীমান্ত এলাকার কৃষকদের ভীত হওয়ার কোন কারণ নেই। তারা নিশ্চিন্তে তাদের ফসল ঘরে তুলতে পারবেন।

দিনাজপুরের ভারত সীমান্তবেষ্টিত উপজেলা বিরলে বৃহস্পতিবার চলতি মৌসুমের বোরো ধানের ফলন নির্ণয়ে ব্রি ধান-৮৮ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন কিছুদিনের মধ্যে প্রণয়ন করা হবে।

তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি সংশ্লিষ্টদের প্রচেষ্টার কারণে আমাদের ফসল সন্তোষজনক উৎপাদন হচ্ছে। গতবছর বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভাল হওয়ায় আমদানি করার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে।

বিরল উপজেলার মোকলেছপুর গ্রামে এই নমুনা শস্যকর্তন অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে ধান কেটে আনুষ্ঠানিকভাবে শস্য কর্তনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম, সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মণ্ডল, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বরেন্দ্র বহুমুখী সেচ কর্তৃপক্ষ-বিএমডিএর চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, কষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রিয়াজ উদ্দীন, উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, বিএডিসি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) সৈয়দা সাবিহা জামাল, বিএমডিএ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে পদক্ষেপের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ এর গভীর নলকূপ সুপেয় পানি ও সেচ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি দিনাজপুর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা ও সার্বিক কৃষি পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং বিকালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও রংপুর বিভাগীয় অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ