ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষিতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খবর ইন্ডিয়া টুডের।
অ্যাজ শুক্রবার (৯ মে) এক জরুরি বৈঠকের পর বিসিসিআই এই সিদ্ধান্ত জানায়। বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এরই মাঝে গতকাল (৮ মে) ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয়, কারণ আশপাশের এলাকা—বিশেষ করে জম্মু ও পাঠানকোটে—বিমান হামলার সতর্কতা জারি হয়েছিল।
আইপিএল দলগুলো ইতোমধ্যে লক্ষ্ণৌ পৌঁছেছিল, যেখানে লখনৌ সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটিও বাতিল হয়েছে। এখনো বাকি ছিল ১২টি লিগ ম্যাচ ও ৪টি নকআউট পর্বের খেলা, যার মধ্যে ফাইনালটি ২৫ মে কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘যখন দেশ যুদ্ধ পরিস্থিতিতে, তখন মাঠে ক্রিকেট খেলা চলা একদমই ভালো দেখায় না।’ তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট স্থগিতই থাকবে।
এর আগে, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, ৯ মে’র ম্যাচ নির্ধারিত সূচিতেই হবে। তবে রাতারাতি নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় বিসিসিআই।