যুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। তবে নিরাপত্তা শঙ্কায় এখনো এমন সিদ্ধান্ত নেয়নি পিএসএল কর্তৃপক্ষ। উদ্ভুত পরিস্থিতিতে এবারের মতো দেশ বদলে পিএসএল চলে গেছে আরব আমিরাতে।
ফের আসর শুরুর দিন-তারিখ চূড়ান্ত না হলেও জানানো হয়েছে, পাকিস্তান থেকে আরব আমিরাত আসতে এবং মাঠে নামার প্রস্তুতি নিতে যে কয়দিন লাগবে, তা দেওয়া হবে দলগুলোকে।
আজ শুক্রবার (৯ মে) রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের অন্য শহর থেকে খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের আরব আমিরাত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।
পিএসএল কভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিক তাসফিক পলক জানিয়েছেন, টুর্নামেন্টের বাকি খেলা হবে আরব আমিরাতে। বেশিরভাগ ম্যাচ হবে দুবাইতে। এজন্য রাওয়ালপিন্ডি থেকে বিশেষ বিমানটি এসে মরু শহর দুবাইতে অবতরন করবে।
এদিকে পলক আরও জানান, বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও ওই বিশেষ ফ্লাইটে করে দুবাই যাবে। তারা দুবাইতে অবস্থান করে নিজ নিজ দলের হয়ে পিএসএলের বাকি খেলাগুলোয় অংশ নেবেন।
এর আগে ধারণা করা হচ্ছিল, রিশাদ ও নাহিদ রানা পাকিস্তান থেকে দেশে ফিরে আসবেন। কিন্তু পলক দিলেন ভিন্ন তথ্য। পলকের দেয়া তথ্য অনুযায়ী, রিশাদ ও নাহিদ রানার সাথে তাদের ফ্র্যাঞ্চাইজির যে চুক্তি আছে, তা মেনে নিয়েই বাকি খেলাগুলোয় অংশ নিতে হবে। যেহেতু খেলা আর পাকিস্তানে হবে না, তাই নিরাপত্তা নিয়েও চিন্তা কম।
পেশোয়ার জালমি শিবিরে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে।