সর্বশেষ
‘আ. লীগকে পুনর্বাসন ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে’
গোবিন্দগঞ্জে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন
গোবিন্দগঞ্জে লাম্পি রোগে আক্রান্ত গরু সরকারি ভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় দিশেহারা গরুর মালিক ও খামারীরা
আবদুল হামিদের দেশত্যাগে যা বলল এনডিবি
আমরা বিএনপির অপেক্ষায়: সারজিস
আ’লীগ নেতা ও সাবেক পিপি ফারুক আহমেদ প্রিন্সকে কারাগারে
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চার চিকিৎসকের কাঁধে সাত লাখ মানুষের চিকিৎসার ভার
পলাশবাড়ী এলজিইডি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নেতানিয়াহুর সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করলেন ট্রাম্প, নেপথ্যে কি?
প্রতিদিন একটি টমেটো কি ফলের বিকল্প হতে পারে?
‘শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’
বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়
সর্বদলীয় কনভেনশন ডেকে আ.লীগ নিষিদ্ধে পদক্ষেপ নিন
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এসি থেকে বৃষ্টির মতো পানি পড়ছে? যেভাবে সমাধান

অনলাইন ডেস্ক

গরমকালে শীতাতম নিয়ন্ত্রণ যন্ত্র আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এসি না হলেই যেন নয়; তাই কমবেশি প্রতিটি বাড়িতেই এসি দেখা যায়। আপনার এসি আছে, কিন্তু একটু সমস্যাও রয়েছে। আপনার এসি দিয়ে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। বিষয়টি অস্বস্তিকর।

এসি থেকে পানি পড়া যে শুধু বিরক্তির তা নয়, কারণ এসির ক্ষতিও করে এ সমস্যা। এ ক্ষেত্রে অবশ্য আপনি একজন টেকনিশিয়ানের সাহায্যে এসি লিকেজ সমস্যাটি সমাধান করতে পারেন। তবে প্রথমে নিজেই এ সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন।

প্রথমে এসি থেকে পানি বের হওয়ার মূল কারণ খুঁজে বের করুন। নানা কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এই যেমন— এয়ার ফিল্টার নোংরা। দেয়ালে ভুলভাবে এসি লাগানো। নিষ্কাশনে ছত্রাক। এসি পাইপের ক্ষতি। এসিতে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট নেই ইত্যাদি।

সাধারণত এয়ার ফিল্টার পরিষ্কার না থাকার কারণে এসি থেকে পানি বের হতে শুরু করে। এ পরিস্থিতিতে তিন মাস অন্তর অন্তর এসি পরিষ্কার করা উচিত। আর ক্ষতিগ্রস্ত হলে অবিলম্বে তা প্রতিস্থাপন করা জরুরি। কখনো কখনো নোংরা এয়ার ফিল্টারগুলোও এসিতে বড় সমস্যা তৈরি করে। তাই এ সমস্যা এড়িয়ে গিয়ে ভুল করবেন না। দ্রুতই তা সমাধানের চেষ্টা করবেন।

এ ছাড়া এয়ারকন্ডিশনিং ইউনিটে ফুটো সমস্যা রোধ করতে ড্রেন লাইন পরিষ্কার রাখা খুবই জরুরি। এ পরিস্থিতিতে ড্রেন লাইন দীর্ঘক্ষণ পরিষ্কার রাখতে পানিতে ভিনেগার মিশিয়ে ছয় মাস অন্তর অন্তর একবার তাতে ঢেলে দিন। এতে পাইপের কাছে উপস্থিত ছত্রাক সৃষ্টিকারী সব ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ মরে যাবে।

আর যদি আপনার মনে হয় ড্রেনলাইন আটকে আছে, তাহলে অবিলম্বে এসি বন্ধ করে দিন। এরপর ইউনিটটি একটু একটু করে খুলুন যতক্ষণ না আপনি ড্রেনলাইন দেখতে পান। এর মাধ্যমে আপনি সহজেই এসি পরিষ্কার করতে পারবেন।

এবার ড্রেনলাইনের ঢাকনা দিয়ে পিভিসি ক্যাপটি খুলুন এবং দেখুন এটি ভেতরে কতটা আটকে রয়েছে। এরপর এটি পরিষ্কার করার জন্য, একটি লম্বা তারের ব্রাশ নিন এবং ড্রেনলাইনের ভেতরের অংশটি ঘষে নিন।

সেই সঙ্গে নিশ্চিত করুন যে ড্রেনপ্যানটি ইউনিটের জন্য সঠিকভাবে ফিট করেছেন। এসি ইউনিট সঠিকভাবে কাজ করার জন্য ড্রেনপ্যানটি অবশ্যই পুরোপুরি ফিট হতে হবে। ড্রেনপ্যানটি এসি থেকে অতিরিক্ত পানি নিরাপদে ঘর থেকে বের করে দেওয়ার কাজ করে। আর প্রতি ছয় মাস অন্তর অন্তর ড্রেনলাইনে ভিনেগার ঢালুন।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ