গরমকালে শীতাতম নিয়ন্ত্রণ যন্ত্র আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এসি না হলেই যেন নয়; তাই কমবেশি প্রতিটি বাড়িতেই এসি দেখা যায়। আপনার এসি আছে, কিন্তু একটু সমস্যাও রয়েছে। আপনার এসি দিয়ে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। বিষয়টি অস্বস্তিকর।
এসি থেকে পানি পড়া যে শুধু বিরক্তির তা নয়, কারণ এসির ক্ষতিও করে এ সমস্যা। এ ক্ষেত্রে অবশ্য আপনি একজন টেকনিশিয়ানের সাহায্যে এসি লিকেজ সমস্যাটি সমাধান করতে পারেন। তবে প্রথমে নিজেই এ সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন।
প্রথমে এসি থেকে পানি বের হওয়ার মূল কারণ খুঁজে বের করুন। নানা কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এই যেমন— এয়ার ফিল্টার নোংরা। দেয়ালে ভুলভাবে এসি লাগানো। নিষ্কাশনে ছত্রাক। এসি পাইপের ক্ষতি। এসিতে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট নেই ইত্যাদি।
সাধারণত এয়ার ফিল্টার পরিষ্কার না থাকার কারণে এসি থেকে পানি বের হতে শুরু করে। এ পরিস্থিতিতে তিন মাস অন্তর অন্তর এসি পরিষ্কার করা উচিত। আর ক্ষতিগ্রস্ত হলে অবিলম্বে তা প্রতিস্থাপন করা জরুরি। কখনো কখনো নোংরা এয়ার ফিল্টারগুলোও এসিতে বড় সমস্যা তৈরি করে। তাই এ সমস্যা এড়িয়ে গিয়ে ভুল করবেন না। দ্রুতই তা সমাধানের চেষ্টা করবেন।
এ ছাড়া এয়ারকন্ডিশনিং ইউনিটে ফুটো সমস্যা রোধ করতে ড্রেন লাইন পরিষ্কার রাখা খুবই জরুরি। এ পরিস্থিতিতে ড্রেন লাইন দীর্ঘক্ষণ পরিষ্কার রাখতে পানিতে ভিনেগার মিশিয়ে ছয় মাস অন্তর অন্তর একবার তাতে ঢেলে দিন। এতে পাইপের কাছে উপস্থিত ছত্রাক সৃষ্টিকারী সব ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ মরে যাবে।
আর যদি আপনার মনে হয় ড্রেনলাইন আটকে আছে, তাহলে অবিলম্বে এসি বন্ধ করে দিন। এরপর ইউনিটটি একটু একটু করে খুলুন যতক্ষণ না আপনি ড্রেনলাইন দেখতে পান। এর মাধ্যমে আপনি সহজেই এসি পরিষ্কার করতে পারবেন।
এবার ড্রেনলাইনের ঢাকনা দিয়ে পিভিসি ক্যাপটি খুলুন এবং দেখুন এটি ভেতরে কতটা আটকে রয়েছে। এরপর এটি পরিষ্কার করার জন্য, একটি লম্বা তারের ব্রাশ নিন এবং ড্রেনলাইনের ভেতরের অংশটি ঘষে নিন।
সেই সঙ্গে নিশ্চিত করুন যে ড্রেনপ্যানটি ইউনিটের জন্য সঠিকভাবে ফিট করেছেন। এসি ইউনিট সঠিকভাবে কাজ করার জন্য ড্রেনপ্যানটি অবশ্যই পুরোপুরি ফিট হতে হবে। ড্রেনপ্যানটি এসি থেকে অতিরিক্ত পানি নিরাপদে ঘর থেকে বের করে দেওয়ার কাজ করে। আর প্রতি ছয় মাস অন্তর অন্তর ড্রেনলাইনে ভিনেগার ঢালুন।
সূত্র: যুগান্তর