নতুনধারা বাংলাদেশ-এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেফ এক্সিট দিয়ে এরা জাতির সাথে বেঈমানী করেছে। এদেরকে কেবল পদচ্যুত নয়, বিচারের আওতায় আনা উচিৎ।
শুক্রবাব (৯ মে) প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতারা বিবৃতিতে আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে হবে এবং অর্থনীতিকে শক্তিশালী রাখতে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তা না হলে পাক-ভারত যুদ্ধের আঁচে দেশের অর্থনীতিতে লু-হাওয়া বইতে শুরু করলে তা মোকাবেলা করা অর্ন্তবর্তী সরকারের পক্ষে অসম্ভভ হয়ে উঠবে।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বিবৃতিতে ফ্যাসিস্ট আমলে নিবন্ধিত ২৩ টি ভূঁইফোর রাজনৈতিক দলেরও নিবন্ধন বাতিলের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিবৃতিটি পাঠিয়েছেন দলেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর