গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের যুব সমাজ ও মসজিদ কমিটির আযোজনে এই কর্মসুচী পালন করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া-ঘোড়াঘাট রোডে মানববন্ধন চলাকালে বিরিঞ্চি জামে মসজিদ কমিটির সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান, মসজিদের সাবেক সভাপতি শামসুল হক বিরিঞ্চি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন মাদক যুব সমাজকে ধবংসের দিকে নিয়ে যাচ্চে। এখন সময় এই গ্রাম থেকে মাদক উচ্ছেদ করা। আর্থিক ভাবে লাভবান হওয়ার আসায় অনেকেই মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে যুব সমাজ পথভ্রষ্ট করছে। মাদকের অর্থ যোগান দিতে চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ছে। মাদক ব্যবসায়িদের উদ্দেশ্যে তারা বলেন মাদক ছাড় নয়ত গ্রাম ছাড়। বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, যদি প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারে তাহলে আমারা সামাজিক ভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।