২০১৬ সালে সাড়াজাগানো ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে পর্দায় অভিষেক ঘটে এই সুন্দরী অভিনেত্রীর। কলকাতাকেন্দ্রিক টেলিভিশন ধারাবাহিকগুলো আমাদের দেশেও সমান জনপ্রিয়। আর সেখানে নানা সময়ে লক্ষ্মীমন্ত বা দুষ্টুমিষ্টি বউয়ের চরিত্রে ঐতিহ্যবাহী সাজে দুই বাংলার দর্শকদেরই মন কাড়েন তৃণা সাহা। এখন শুরু করেছেন তাঁর নতুন ধারাবাহিক ‘পরশুরাম’–এর কাজ। টিভি পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি ওয়েব সিরিজেও নজর কাড়ছেন তিনি। তবে এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঘুরে এসে যেন মনে হলো অন্য তৃণাকে দেখছি আমরা। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন এই আবেদন ছড়ানো সাম্প্রতিক দুটি গ্ল্যামারাস লুক।
মিনি স্কার্টের স্টাইলিশ লুক
সাদা প্লিটেড মিনি স্কার্টের সঙ্গে পরা অভিনেত্রীর প্রতিটি অনুষঙ্গই যেন একেকটি স্টেটমেন্ট পিস।
ঝকমকে ডলার বসানো লাল ক্রপ টপের সঙ্গে মিলিয়ে লাল থাই হাই বুট পরেছেন তিনি।
চুলগুলো সফট কার্ল স্টাইলে ছেড়ে রাখা। যেন মনে হচ্ছে, আমরা অন্য তৃণাকে দেখছি।
এই লুকে জুয়েলারি বলতে শুধু আংটি পরেছেন অভিনেত্রী। মেকআপে গ্ল্যামারাস আমেজ স্পষ্ট।
পোশাকের সঙ্গে অনুষঙ্গ হিসেবে তৃণার অন্যতম পছন্দ হলো এই ওভাল শেপের সানগ্লাস।
স্লিপ ড্রেসের গর্জিয়াস লুক
সিকুইন সজ্জিত, লেইস দেওয়া ঝলমলে স্লিপ ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। কানে পরেছেন ম্যাচিং স্টেটমেন্ট দুল।
পোশাকের সঙ্গে মানিয়ে গেছে গ্লিটারি আইশ্যাডো দেওয়া স্মোকি আই লুক আর গ্লসি ন্যুড লিপকালার।
তবে ওয়েট হেয়ার লুকের জন্য বেশি আবেদন কাড়ছেন অভিনেত্রী।
ছবি: ইন্সটাগ্রাম
সূত্র: হাল ফ্যাশন