ভারত-পাকিস্তান সংঘাতের কারণে দুই দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। দুই দেশের শীর্ষ দুটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। চলতি মাসে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সে সিরিজ নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের এক অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি, এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান দূতাবাস থেকেও আমাদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।’
তবে শনিবার (৯ মে) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ভারত এবং পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে।
যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তাই বাংলাদেশের পাকিস্তান সফরের ক্ষেত্রেও আশার প্রদীপ দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
সূত্র: যুগান্তর