সর্বশেষ
সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত
‘জুলাই’ শহীদ পরিবার সোসাইটির সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
বৈষম্য নিরসনে ১৬ দাবি জাতীয় শিক্ষক ফোরামের
যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান, আকস্মিক ঘোষণা ট্রাম্পের
পাকিস্তান সফর ‘ঝুঁকিপূর্ণ’: ক্রীড়া উপদেষ্টা
পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা
আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম
দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা
দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না: ফখরুল
হাসিনার বেয়াইয়ের করা ২ ডজন মামলার আসামি স্বামী-স্ত্রী
ভারত কি নিজের পায়ে কুড়াল মারল?
ভারত-পাকিস্তান সংঘর্ষ: সারাদিনে যা ঘটল
জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন অনলাইনে
‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে’
নির্বাহী আদেশে আ.লীগ নিষিদ্ধ সংকটের সমাধান নয়

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তারা বলেছেন, তিনি সব শুভ কাজের সাথে ছিলেন তিনি কখনো অশুভ শান্তির সাথে আঁতাত করে চলেননি। স্বাধীনতার পক্ষে ভাসানীর আদর্শকে ধারণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমানের সঙ্গে তার ছিলো ঘনিষ্ঠ সম্পর্ক। ভাসানীর ন্যায় তিনিও কখনো দিল্লির দাসত্ব মেনে নেয়নি।

গতকাল বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদ হলে চট্টগ্রামের কৃতী পুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যে শক্তিগুলো লড়াই করেছিল তারা আজকে বিভক্ত হয়ে পড়েছে। ঐক্যকে সুদৃঢ় করতে সব দ্বিধা দ্বন্দ্বকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বক্তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার দাবিও জানান।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্য’র সভাপতি রফিকুল ইসলাম।

গণতান্ত্রিক ঐক্যের সদস্য সচিব সাংবাদিক শিবুকান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জোটের সমমনা দল ও ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পাটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

এতে বিশেষ অতিথি ছিলেন, ভাসানী জনশক্তি পাটির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক কালাম ফয়েজি,

সভায় আবদুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জয়নাল আবেদীন জামাল চৌধুরী।

ভাসানী জনশক্তি পাটির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু বলেন, আদালতের মাধ্যমে পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। আমাদের দেশেও তা করা হোক। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হোক তা আমরা চাই না। জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা দেখতে চাই।

কালাম ফয়েজি বলেন, আবদুল্লাহ আল নোমান ভাসানির অনুসারী ছিলেন। বিএনপির রাজনীতিতে চট্টগ্রামের শীর্ষ নেতা। কেন্দ্রীয় রাজনীতিতেও নোমানের অবদান অনস্বীকার্য। জিয়াউর রহমানের বিশ্বস্ত ও আদর্শের সৈনিক ছিলেন। তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে দেশের কল্যাণকর কোন সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ