ভারতের সঙ্গে চলমান যুদ্ধের বিরতির পর পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের স্কুল-কলেজ শিগগিরই খুলে দেওয়া হবে। রোববার (১১ মে) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবে আজাদ জম্মু ও কাশ্মীরের শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
আজাদ জম্মু ও কাশ্মীরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী দীবান চুগতাই ডনকে বলেন, ‘আমরা রোববার নিয়ন্ত্রণ রেখার মুখোমুখি সমস্ত জেলার প্রশাসনের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব এবং সেই অনুযায়ী স্কুল ও কলেজ পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যে কারণে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। ‘
নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যেকোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এ আদেশ।
এর আগে নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যেকোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে— এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা। যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে, গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছিলেন, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী— মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই অঞ্চল আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে মোট ৪৪৫টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজারেরও বেশি।
প্রসঙ্গত, শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন- পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।
এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে, ভারত ও পাকিস্তান- দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সূত্র: যুগান্তর