আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে আগামী সোমবার (১২ মে) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) ইসি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাইবার স্পেসে অর্থাৎ অনলাইনেও দলটির কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দলটির বিভিন্ন ফেসবুক পেজ থেকে উসকানিমূলক কার্যক্রম বন্ধে আওয়ামী লীগের পেজ বন্ধে মেটা’র কাছে চিঠি দেয়ার কথা জানিয়েছে বিটিআরসি।
এর আগে শনিবার (১০ মে) সরকার জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর