সর্বশেষ
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়
সৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ
আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন দাখিল আজ
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: ক্রীড়া উপদেষ্টা
লবণ দিয়ে ফল খাওয়া কতটা স্বাস্থ্যকর
যে সবজিগুলো গরমে শরীর ঠাণ্ডা রাখে
ওভারিয়ান সিস্টের কারণে সন্তানধারণে সমস্যা
লিংকডইনে চাকরি খোঁজা এখন আরও সহজ
পুরুষদের যে ৫ ফল খাওয়া জরুরি
রুপালি পর্দার যত আলোচিত মায়েরা
বলিউডের যত নজরকাড়া মা-মেয়ে জুটি
শিশুর পুষ্টির ঘাটতি মেটায় যেসব ফল
গরমে বাচ্চাদের সুস্থ রাখবে যেসব খাবার
জুলাইকে দলীয় ফ্রেমে চিন্তা করলে এর শক্তিশালী চেতনা ম্লান হবে: সিবগাতুল্লাহ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুনামগঞ্জ সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। এর মধ্যে মধ্যনগর উপজেলার ৭ কিলোমিটার সীমান্তের দায়িত্বে রয়েছে নেত্রকোনা ব্যাটালিয়ন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২৩ কিলোমিটার দেখভাল করছে সিলেট ব্যাটালিয়ন এবং বাকি ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতায় রয়েছে। এই ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮৯ কিলোমিটার স্থল এবং ১ কিলোমিটার জলসীমা রয়েছে।

সীমান্তবর্তী অঞ্চলগুলোর অনেক জায়গা দুর্গম ও পাহাড়ি হওয়ায় এবং কোথাও কোথাও কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। তবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জনবল বৃদ্ধি, অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্তে যেকোনো অনুপ্রবেশ প্রতিহত করতে সচেষ্ট রয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, “সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছি এবং মিডিয়া থেকেও তথ্য সহায়তা পাচ্ছি।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত বিজিবির নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি এবং সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই পরিস্থিতিতে বিজিবি সীমান্তের প্রতিটি ইঞ্চি নজরে রাখছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ