সর্বশেষ
বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
‘অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন’ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল
আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে শাহবাগে গরু-ছাগল জবাই
বিদেশে চিকিৎসার জন্য যে পরিমাণ ডলার নেওয়া যাবে
রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের শ্রম সংস্কারের অগ্রগতি জানালেন লুৎফে সিদ্দিকী
হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের
১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে
বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম
নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল পিকেকে
‘কোহলির অবসর’ নিয়ে যা বললেন লিটন দাস
‘আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত’
আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ
কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?
বিলাসবহুল উড়োজাহাজে যেসব সুবিধা পাবেন ট্রাম্প

বলিউডের যত নজরকাড়া মা-মেয়ে জুটি

বিনোদন ডেস্ক

মা দিবসে বলিউডের দুনিয়া–কাঁপানো অভিনেত্রী মায়েদের কথা মনে করতেই হয়। নিজের কন্যার মধ্যে নিজের প্রতিচ্ছবি ধারণ করা বলিউড ডিভারা ভক্তদের নজর কাড়েন জোড়া বেঁধে সামনে এসে। আর মজার ব্যাপার হলো, একদিকে যেমন রাহার মা আলিয়া একেবারে কম বয়সে মা হয়ে মাতৃত্ব আর অভিনয় দুটিই চালিয়ে যাচ্ছেন সমানতালে, তেমনি শ্বেতা তিওয়ারি বা রাভিনা ট্যান্ডনের মতো ফিট ও গ্ল্যামারাস মা তাঁদের কন্যা আর অন্য সব মায়ের জন্য উদ্দীপনা জোগান একসঙ্গে।

এদিকে সুস্মিতা সেন মা না হয়েও অত্যন্ত ভালো মা হয়ে দেখিয়েছেন তাঁর দুই মেয়ের জন্য। তবে মা হয়েও নিজের নারীসত্তা ও অভিনয় ক্যারিয়ারের প্রতি অত্যন্ত মনোযোগী তাঁরা সবাই। বলিউডের যত নজরকাড়া মা–মেয়ে জুটি দেখে নেওয়া যাক এবার তবে। ছবিগুলো তারকাদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া।

শহীদ কাপুর আর মীরা রাজপুত কাপুরের প্রথম সন্তান মিশা জন্ম নেয় বিয়ের এক বছর পরেই। ৮ বছরের কন্যার সঙ্গে মায়ের সখ্যতা বন্ধুর মতোই।

প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন সোহা আলি খান এবং তাঁর মেয়ে ইনায়া নওমি খেমু

শক্তিশালী অভিনেত্রী কাজল জনপ্রিয়তায়ও কম যান না। এই ছবিতে দেখা যাচ্ছে মেয়ে নাইসা দেবগনের সঙ্গে ফটোশুটে মজার সব মুহূর্তে ক্যামেরাবন্দী হয়েছেন তাঁরা দুজন। পার্টি লুকে মা-মেয়ে দুজনকেই লাগছে নজরকাড়া।

বয়সকে হার মানানো গ্ল্যামারাস অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তাঁর কন্যা রাশা থাডানি।  সদ্য ১৮ পেরোনো রাশা যেন হুবহু তাঁর মায়েরই প্রতিচ্ছবি। বলিউডে ডেব্যু করেই সেনসেশন তৈরি করেছেন তিনি ইতিমধ্যেই। ‘ছোট রাভিনা’ পেয়ে গিয়েছেন বলিউডের সাম্প্রতিকতম নতুন ক্রাশের খেতাবও

এদিকে হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে দুনিয়া চষে বেড়াচ্ছেন ছোট মালতী মেরী জোনাস। তাঁদের দুজনের বন্ধন আসলেই অনুভব করা যায় দেখলেই।

মা আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এখন। কিন্তু কন্যা রাহা কাপুরের প্রতিই পাপারাজ্জিদের আগ্রহ বেশি। এক বিয়ের অনুষ্ঠানে টুইনিং করে পরা ম্যাচিং পোশাক পরা রাহা-আলিয়ার এই ছবি থেকে চোখ ফেরানোই  দায়।

জন্মের পরেই জীবন সংশয় দেখা দেয় বিপাশা বসুর মেয়ে দেবীর। সে যুদ্ধে জয়ী হয়ে মা-মেয়ে পরম আনন্দময় সময় কাটাচ্ছেন এখন। বেশির ভাগ সময়ই অভিনেত্রী তাঁদের মা মেয়ের নানা মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

ম্যাচিং জামা পড়া ছবিতে বেশি নজর কাড়ে ছোট্ট দেবীর হেয়ারস্টাইল

কিশোরী আরাধ্যা বচ্চন ক্রমশই মা বিশ্বসুন্দরী বলিউড ডিভা ঐশ্বরিয়া রায়ের মতো হয়ে উঠছেন, বলছে সবাই।

দত্তক কন্যা রেনে আর আলিসাহকে পরম যত্নে বড় করেছেন বলিউড ডিভা সুস্মিতা সেন, যিনি তাঁর সিঙ্গেল জীবন নিয়ে খুবই আত্মবিশ্বাসী। সুখী পরিবারটি দেখেলেই মন ভরে যায়।

গত বছর ৮ সেপ্টেম্বর মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কন্যার নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।  সন্তানের ছবি প্রকাশ্যে না আললেও ইনস্টাগ্রামে ছোট্ট  দুয়ার লাল টুকটুকে পোশাকে তুলতুলে সুন্দর পদযুগলের ছবি শেয়ার করেছেন দীপিকা। দেখে মনে হচ্ছে মায়ের কোলেই আছেন তিনি।

সূত্র: হাল ফ্যাশন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ