সর্বশেষ
জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী
ঢাবিতে হচ্ছে না ক্লাস-পরীক্ষা, ছাত্রদলের বিক্ষোভ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১১ বাংলাদেশি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা শিক্ষক সমিতির
ফুটবল কোচের মতো দলে পূর্ণ নিয়ন্ত্রণ চান গম্ভীর
রাজনৈতিক অস্তিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস
যেকোনো বিষয়ে স্নাতকে চাকরি, বয়স ৪২ হলেও আবেদন করা যাবে
ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা চাইলেন আলী রীয়াজ
হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউকের
সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত
ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
ইশরাক শপথ না পড়া পর্যন্ত অবস্থান থেকে নড়বেন না তারা
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

পুরোনো রাজনীতি দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়

অনলাইন ডেস্ক

পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রোববার এবি পার্টির মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, ‘আমরা প্রথম যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলাম, প্রতিবাদ শুরু করেছিলাম ওই সময় অনেকেই আমাদেরকে বোকা মনে করত। কিন্তু আমরা জানতাম কি করছি। আজ প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম। তেমনি দেশের জন্য আমাদের প্রবাসী ভাই-বোনদের বোকামি করতে হবে। আপনারা যেহেতু উন্নত দেশে বসবাস করছেন, এর সুবিধা আপনারা জানেন। এখন আপনাদের দেশে বসবাসরত আত্মীয়স্বজনদের বুঝাতে হবে, পুরোনো রাজনীতি দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।  তাদেরকে বলতে হবে, নতুন রাজনীতি ও রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে কৃষক ও কৃষকের ছেলে যারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের অবদান অনেক বেশি। আপনারা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান। আর বাংলাদেশের তথাকথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশি জীবনযাপন করছে।’

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের প্রবাসী ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না। পুরাতন পাসপোর্ট যথাসময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘদিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। তা উন্মুক্ত করা যাচ্ছে না। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যাদের রক্তে ঘামে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।’

এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া শাখার নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মঈনুদ্দিন খন্দকার প্রমুখ।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ