আন্তর্জাতিক আইনে যাদের বয়স ১৮ বছরের কম, তারা সবাই শিশু। লামিনে ইয়ামালের আঠারো পূর্ণ হতে বাকি দুমাস। তার আগেই পায়ের জাদু দেখাচ্ছেন স্প্যানিয়ার্ড—লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, ইউরোসহ জিতেছেন চারটি মেজর শিরোপা। বার্সেলোনার বিষ্ময়বালককে বুদ্ধিমান বলছেন হ্যান্সি ফ্লিক। বার্সা বস কোনোভাবেই ইয়ামালকে শিশু বলতে চান না।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার বার্সা আরেকবার ক্লাসিকোতে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। দুর্দান্ত এক গোল করেছেন ইয়ামালও। ওই জয়ে লিগ শিরোপার আরও কাছে চলে গেছে কাতালানের ক্লাব। রিয়ালকে ৭ গোলের থ্রিলারে ৪-৩ ব্যবধানে হারানোর পর ইয়ামাল স্তুতি ঝরেছে ফ্লিকের কণ্ঠে।
বার্সেলোনার জার্মান কোচ ইয়ামালকে ‘বুদ্ধিমান’ আখ্যা দিয়ে বলেছেন, ‘সে কোনো শিশু নয়। ও দারুণ করছে। তার আত্মবিশ্বাস আছে। সে নিজের সামর্থ্যে বিশ্বাস রাখে। খুব বুদ্ধিমানও। আজ তার গোল আমাদের ম্যাচে ফিরিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এক গোল। ১৭ বছর বয়সে এটা সত্যিই অসাধারণ। আমরা তার কাছ থেকে ঠিক এটাই চাই।’
লা লিগা জয়ের জন্য বার্সার প্রয়োজন আর মাত্র দুই পয়েন্ট। বৃহস্পতিবার এস্পানিয়্যালের মাঠেই শিরোপা উদযাপন করতে পারে কিংবা বুধবারই তা সম্ভব, যদি রিয়াল মায়োর্কার বিপক্ষে পয়েন্ট হারায়। তবে আগেভাগে শিরোপা উদযাপন করতে চান না ফ্লিক, তার চাওয়া খুব দ্রুত দুই পয়েন্ট।
লিগ শিরোপা নিশ্চিত করলে এই মৌসুমে ঘরোয়া ট্রেবল তুলতে পারবে ফ্লিকের বার্সা। স্প্যানিশ সুপারকাপ এবং কোপা দেল রে জিতেছে—দুটি ফাইনালেই রিয়ালকে হারিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের রেসে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
সূত্র: যুগান্তর