সর্বশেষ
বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
‘অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন’ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল
আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে শাহবাগে গরু-ছাগল জবাই
বিদেশে চিকিৎসার জন্য যে পরিমাণ ডলার নেওয়া যাবে
রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের শ্রম সংস্কারের অগ্রগতি জানালেন লুৎফে সিদ্দিকী
হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের
১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে
বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম
নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল পিকেকে
‘কোহলির অবসর’ নিয়ে যা বললেন লিটন দাস
‘আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত’
আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ
কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?
বিলাসবহুল উড়োজাহাজে যেসব সুবিধা পাবেন ট্রাম্প

‘কোহলির অবসর’ নিয়ে যা বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ ও অনুরোধ প্রত্যাখ্যান করে সোমবার অবসরের ঘোষণা দিয়ে দিলেন বিরাট কোহলি। ইতি টানলেন নিজের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে। ভারতের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

অধিনায়কত্ব পাওয়ার পর সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। তিনি যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে…. শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনটাই পরিবর্তন করে দিয়েছেন’।

লিটন দাস আরও বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..আসলে একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন ‍তার বিপক্ষে খেলেছি’।

সেই সঙ্গে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে লিটন বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। তিনি অনেক ভদ্র একজন খেলোয়াড়। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়’।

১৪ বছরের ক্যারিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান, ৩০টি শতক ও ৩১টি অর্ধশতকের মালিক কোহলি। অথচ গত পাঁচ বছরে টেস্টে তার গড় ছিল মাত্র ২৬.৮৯। সেঞ্চুরির খরা, অফস্টাম্পের বাইরের বলে ধারাবাহিকভাবে আউট হওয়া- সব মিলিয়ে নিজস্ব মানদণ্ডে তিনি যেন আর স্বচ্ছন্দে ছিলেন না। ইংল্যান্ড সফরে আরেকবার ব্যর্থ হলে হয়তো সম্মানজনক বিদায়টাও কঠিন হয়ে যেতো। তাইতো তার আগেই পরিণত সিদ্ধান্তে টেস্ট অধ্যায় শেষ করলেন তিনি।

বিদায়বেলায় কোহলি লিখেছেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এই ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’

 

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ