সর্বশেষ
জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ
৪ দিনের রিমান্ডে মমতাজ
জেট ফুয়েলের দাম কমলো
টেকসই ও কার্যকরী হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপান রাষ্ট্রদূত
প্রেমিককে কাছে পেতে শ্রাবন্তী-কৌশানীর কোমর বেঁধে ঝগড়া!
রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
সচিবালয়ের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসরদের অবসরে পাঠানোর দাবি
অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ
শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী
গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন
মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট
দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা
অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নেন ৪৪ কোটি টাকার প্রকল্প
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের
রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার নিজ শহরে মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে দুতের্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন।

দুতের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’ এ হাজার হাজার মানুষ নিহত হয়। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন অভিযোগে গ্রেফতার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতের্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপাইন পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি আছেন তিনি।

ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতের্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতের্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’।

দুতের্তের পুরনো ফেইসবুক একাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতের্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইন পুলিশ তাকে গ্রেফতার করার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইন পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করে তারা।

দুতের্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার আইনজীবীরা দুতের্তের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেফতারে দাভাও ও এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে।

সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অপরজন দাভাওয়ের উপ-মেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, ইনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিপাইনের ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ