টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৪ বছরের যাত্রা হুট করেই থামিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ২৬৯ নম্বর জার্সির পথচলা কত গল্প, কত রহস্য, শত রেকর্ড আর হাজারো স্মৃতি—ওসব এখন অতীত। কোহলির সেই অতীতের একটি গোপন বিষয় সামনে এনেছেন ভারতের একসময়কার বোলিং কোচ ভরত অরুণ।
অরুন জানিয়েছেন, কোহলি মাঠের ক্রিকেটে লড়তে অনুশীলনেই জোর দিতেন। ঘণ্টার পর ঘণ্টা পিচে কাটাতেন। নানান ধরণের বোলারদের কখনও মেরে, কখনও ধরে খেলতেন। কিন্তু মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে আপত্তি ছিল তার। কোহলি গা গরমের ম্যাচও খেলতে চাইতেন না।
কিংবদন্তি ব্যাটার অবসরের পর সেই গোপন বিষয়টিই বলেছেন অরুন। কোহলির স্তুতি গেয়ে মেন ইন ব্লুদের সাবেক কোচ বলেছেন , ‘ভারতের বোলিং কোচ থাকাকালীন কোহলির অধিনায়কত্ব উপভোগ করেছি। কিছু সেরা দিন কাটিয়েছি। ও কখনও প্র্যাকটিস ম্যাচ খেলতে পছন্দ করত না।’
কোহলি মনে করত, সেসব ম্যাচে আবেদন কম থাকে, খেলোয়াড়দের নিবেদন থাকে না। তাই প্র্যাকটিস ম্যাচ উপভোগ করত না। তার বদলে নেটে বেশি সময় কাটাতে চাইত
কারণও শুনিয়েছেন অরুন, ‘কোহলি মনে করত, সেসব ম্যাচে আবেদন কম থাকে, খেলোয়াড়দের নিবেদন থাকে না। তাই প্র্যাকটিস ম্যাচ উপভোগ করত না। তার বদলে নেটে বেশি সময় কাটাতে চাইত। সবচেয়ে কঠিন উইকেট বেছে নিত। ১৬ গজ দূর থেকে বোলারদের বল করতে বলত। বা ১৬ গজ দূর থেকে থ্রো ডাইন নিত। মোদ্দা কথা হল, সবসময় ও চ্যালেঞ্জ নিতে পছন্দ করত। সেটাই ওর চালনা শক্তি।’
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার আগে কোহলি নিজেকে অনেক রেকর্ডে চূড়ায় বসিয়েছেন। দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থেমেছেন। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি।
সূত্র: যুগান্তর