ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৪ মে) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, ‘স্থানীয় সময় বিকাল সোয়া চারটায় বিএনপি মহাসচিবের অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ বাম চোখের অপারেশন হয়েছে। উনি (মহাসচিব) এখন স্টেবেল আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। উনাকে কেবিনে রাখা হয়েছে। কেবিনে মহাসচিবের পাশে ভাবি (মহাসচিবের সহধর্মিনী স্ত্রী রাহাত আরা বেগম)-সহ কয়েকজন নিকট আত্মীয় রয়েছেন।
গত ১৩ মে বিএনপি মহাসচিব ব্যাংকক যান।
অধ্যাপক জাহিদ আরও বলেন, ‘মহাসচিবকে হাসপাতালে কয়েকদিন থাকতে হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেই মহাসচিব দেশে ফিরবেন।’
গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম চোখে সমস্যা অনুভব করলে দ্রুতই তিনি গুলশানে ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। সেখানে চিকিৎসকরা দেখে তাকে বাম চোখে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান। সেদিন রাতেই থাই এয়ারওয়েজের ফ্লাইটে বিএনপি মহাসচিব সন্ত্রীক ব্যাংকক যান। সেখানে ‘রুটনিন আই হসপিটালে’ বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর